মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

ঢাবির অধীনে ভর্তি পরীক্ষা চায় না সাত কলেজের শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম / ১৭ টাইম ভিউ
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সংবাদদাতা, ঢাকা কলেজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে সাত কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে ‘সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’। এতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি উত্থাপন করে।

এ সময় তাদের ‘ঢাবির জায়গায় ঢাবি থাক সাত কলেজ মুক্তি পাক’, ‘শিক্ষা সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘নতুন করে প্রহসন মানি না মানবো না’, ‘প্রহসন না শিক্ষা? শিক্ষা শিক্ষা’, ‘অধিভুক্তি না মুক্তি? মুক্তি মুক্তি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

দাবি সমূহ

১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে যে, ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।

২. সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উক্ত কমিটি ও সাত কলেজের প্রিন্সিপাল মহাদয়সহ সাত কলেজের শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশনের (২০২৪-২৫) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা ও বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে যাতে, শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয়।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক আমাদের ক্লাস নেয়নি কোনও দিন। তারপরও কিভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে আমরা বোধগম্য নই। বিগত সময়ে আমরা দেখেছি সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সোশ্যাল মিডিয়ায় তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করে। আমাদের উত্তরপত্র যেন আমাদের সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোর দাবি জানাচ্ছি।

৫. মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজগুলোর অধ্যক্ষ মহোদয়গণের মতামত নিবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর