
সাম্য, ন্যায় বিচার, অহিংস, মনবতা, চিরউন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে ‘দেশ জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতি দল আত্মপ্রকাশ করেছে। -খবর তোলপাড়।
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারের ১১ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ১০৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির।
নতুন এ দলের চেয়ারম্যান মো. নূর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু।
অনুষ্ঠানে নূর হাকিম তার দলের ঘোষণাপত্র পাঠ করেন।
অনুষ্ঠানে দলের পক্ষ থেকে বলা হয়, তারা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেই বাংলাদেশ হবে বেকারত্ব ও দরিদ্রতামুক্ত, কার্বণ নিঃসরণ শূন্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ। দলটি বৈষম্য ও শোষণমুক্ত, অহিংস, অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com