
প্রথম দেখার পর দ্বিতীয় দেখাতেও বরিশালের কাছে হেরেছে রাজশাহী। এবার অধিনায়ক তামিম ইকবালের অর্ধশতকে ৭ উইকেটের বড় জয় পায় তারা।-খবর তোলপাড়।
এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিং নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৯ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন দলের অধিনায়ক এনামুল।
জবাবে ব্যাট করতে নেমে বরিশালের ইনিংস অনেকটা একাই টেনে নেন তামিম ইকবাল। আজ নাজমুল হোসেন শান্তর বদলে সুযোগ পান প্রিতম কুমার। কিন্তু ৯ বলে ৩ রান করে মোহর শেখের বলে বোল্ড হন তিনি। এরপর কাইল মেয়ার্সের সঙ্গে ৩৯ রানের জুটিও ভাঙেন মোহর। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান করা মেয়ার্সকে বোল্ড করেন মোহর। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তাওহীদ হৃদয়ও।
এরপর তামিমকে বাকি পথ সঙ্গ দেন মুশফিক। ৪৫ বলে ৭৬ রানের জুটি ছিল তাদের। ৪৮ বলে ৮৬ রান করেন তামিম। ২৪ বলে ৩৪ রান আসে মুশফিকের ব্যাটে।
ম্যাচ শেষে ম্যাচসেরা নির্বাচিত হন তামিম।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com