ডাইনি হয়েছেন জয়া আহসান!
নুহাশ হুমায়ূনের সিরিজ ‘পেট কাটা ষ’ বেশ আলোচিত হয়েছিল ২০২২ সালে। তারই ধারাবাহিকতায় গত বছর ডিসেম্বরে মুক্তি পায় ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ ষ’। দ্বিতীয় সিজনে চার সপ্তাহে মুক্তি পেয়েছে চারটি নতুন গল্প। এগুলো হলো– ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। বুধবার (৮ ডিসেম্বর) চরকিতে ‘বেসুরা’ পর্ব প্রচারের মধ্য দিয়েই শেষ হয়েছে ‘২ ষ’। এ গর্বে দর্শকদের চমকে দিতে পর্দায় ডাইনি রূপে হাজির হয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান।-বিনোদন তোলপাড়।
বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘বেসুরা’ পর্বে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। দেখা গেছে, ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় একটি কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; এর মধ্যে যদি সুর না আসে, তাহলে মেয়েটিকে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে।
সুরের সাধনা করা ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে এবং গলায় সুর আসে। গল্পের সেই ডাইনি চরিত্রেই হাজির হয়েছেন জয়া।
চরকির বিজ্ঞপ্তিতে বলা হয়, গল্প শুনেই ছোট চরিত্রটি করতে রাজি হন জয়া আহসান। তিনি বলেন, “দর্শকরা সবাই কম-বেশি জানেন আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ।
“নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। ছোট চরিত্র হলেও প্রভাব অনেক বেশি।”
অভিনেত্রীর ভাষ্য, “আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি বা একজন শিল্পী যে শিল্পচর্চাটা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেয়া সংলাপগুলোয় নিহিত আছে। এমন সংলাপের লোভেই হয়ত অভিনয় করি।”
এদিকে এই সিরিজ দিয়েই ওটিটিতে যাত্রা শুরু করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ‘বেসুরা’ দিয়ে অভিনয়ে নাম লেখালেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকারও।
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য; আর ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
নুহাশ বলেন, “এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এই পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।”
বেসুরা’য় অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ আরও বেশ কয়েকজন অভিনেতা।
‘২ষ’র চার পর্বের গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও রহস্যময়। গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা গুলতেকিন খান। এই প্রথমবারের মত কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন গুলতেকিন।
চরকিতে গত ১৮ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয় সিরিজটির। বেসুরা পর্ব দিয়ে শেষ করা হল ‘২ষ’ র প্রচার।