শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন

রিপোর্টারের নাম / ১৫ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপধান জোসেফ আউন। পার্লামেন্টে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষে এই ঘোষণা এল। এর মধ্যে দিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন দেশ পরিচালনার ইতি ঘটল। খবর আল জাজিরা/তোলপাড়।

প্রেসিডেন্ট হতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৫টি ভোটের প্রয়োজন ছিল জোসেফ আউনের। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালের মধ্যেই তিনি তা পেয়ে যান। সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরে উল্লাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা।

এর আগে, প্রথম পর্যায়ের ভোটে ১২৮টি সংসদীয় আসনের মধ্যে দুই তৃতীয়াংশ ভোট না পাওয়ার কারণে তিনি নির্বাচিত হতে পারেন নি। প্রথম পর্যায়ে তিনি ৭১টি ভোট পেয়েছিলেন। প্রয়োজন ছিল ৮৬টি ভোট কিন্তু। কিন্তু ওই সময়ে তিনি ১৫টি ভোট পেতে ব্যর্থ হন।

উল্লেখ্য, ভূমধ্যসাগরীয় দেশ লেবানন ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন চলছিল। এর আগে, প্রেসিডেন্ট ছিলেন মাইকেল আউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর