বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
১০ জুলাই এসএসসি ও সমমানের ফলাফল জলঢাকা শিমুলবাড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ৩ জন, ভারপ্রাপ্ত-২, ছাত্র-অভিভাবক উদ্বিগ্ন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন ভার্চ্যুয়ালি শ্যোন অ্যারেস্ট: নীলফামারীর চার মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর নতুন দল পেল সাকিব আল হাসান জুলাই বিপ্লব: রংপুরের প্রিয় সহ জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলো ট্রাম্প টিকটকে পরিচয়-ইমোতে ভিডিও কল, ব্ল্যাকমেইল করে নারীর ৮ লাখ টাকা হাতিয়ে নিলো যুবক কুড়িগ্রামে আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

শ্রীলংকায় ইসলাম অবমাননা, বৌদ্ধ সন্ন্যাসীর কারাদণ্ড

রিপোর্টারের নাম / ৫১ টাইম ভিউ
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

শ্রীলংকায় ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ উঠেছে গালাগোদাত্তে জ্ঞানসারা নামে কট্টরপন্থি এক বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে। এই অপরাধে ওই সন্ন্যাসীকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৬ সালের একটি মন্তব্যের জন্য ওই সন্ন্যাসীকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলংকান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।-খবর তোলপাড়।

কট্টরপন্থি সন্ন্যাসী জ্ঞানসারা এ নিয়ে দ্বিতীয়বারের মত দণ্ডিত হলেন। ২০১৯ সালেও তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, পরে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পান।

তার বিরুদ্ধে রায়ের সময় আদালত বলেছে, শ্রীলংকার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন।

উল্লেখ্য, শ্রীলংকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গালাগোদাত্তে জ্ঞানসারা। তার শাসনামলে জ্ঞানসারা শ্রীলঙ্কার একটি সিংহলি জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে ছিলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রেসিডেন্টের গঠিত বিশেষ ট্রাস্কফোর্সের প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন।

তবে ধর্মীয় সম্প্রীতির চেয়ে বরং বিদ্বেষ উসকে দেওয়ার ক্ষেত্রেই বেশি ভূমিকা রাখতে দেখা যায় জ্ঞানসারাকে। গত বছর দেশটির মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার দায়ে জ্ঞানসারাকে চার বছরের সাজা দেন আদালত। তবে আপিলে তাকে জামিন দেওয়া হয়েছিল।

এর আগে, ২০১৮ সালে জ্ঞানসারাকে আদালত অবমাননা এবং দেশটির একজন নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে ছয় বছরের সাজা দিয়েছিলেন আদালত। তবে শ্রীলংকার তৎকালীন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে ক্ষমা পাওয়ায় তাকে ৯ মাসের বেশি কারাভোগ করতে হয়নি।

এদিকে নতুন করে পাওয়া সাজার বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর