আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ কঠিন জানালো ভারতীয় ক্রিকেটার
প্রতিযোগিতার মান ও চাপের দিক থেকে বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিডিএল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে কঠিন বলে দাবি করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল।
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরগুলোর মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখানে আয়োজকরা যত টাকা ব্যয় করেন, তা অন্যান্য আসরগুলোর জন্য অভাবনীয়। এখানে খেলার জন্য ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। কারণ এখানে বড় অঙ্কের টাকার পাওয়ার সম্ভাবনা থাকে।-খবর তোলপাড়।
তবে সেই আইপিএলকে নিয়ে এবার অবাক করা যুক্তি দেখালেন পারভেজ রসুল। তার যুক্তি অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকার চাপ খেলোয়াড়দের আরও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে।
ডব্লু জে রসুলের শো ‘অফ স্ক্রিপ্ট’-এ পারভেজ বলেছেন, বাংলাদেশের ঢাকা লিগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন। কারণ আইপিএলে পুরো মৌসুমের জন্য চুক্তি করা হয়। খেলানো বা না খেলানো দলের সিদ্ধান্ত। কিন্তু ঢাকা লিগে চুক্তি হয় মাত্র দুই ম্যাচের জন্য। যদি ভালো করেন, তবে আপনি থাকবেন, ব্যর্থ হলে ফেরার টিকিট হাতে পাবেন।
৩৫ বছর বয়সী পারভেজ রসুল জম্মু ও কাশ্মীর থেকে ভারতের জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। তবে চার মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন ১৭ রান।
আইপিএলে দল না পাওয়ার পর পারভেজ ঢাকার ক্লাব ক্রিকেটে মনোযোগ দেন। গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রূপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি চারটি মৌসুমে খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে তার অভিজ্ঞতা থেকে তিনি উল্লেখ করেন, বড় বড় আন্তর্জাতিক খেলোয়াড়ও এখানে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন।
ঢাকা প্রিমিয়ার লিগের যাত্রা শুরু ১৯৭৩-৭৪ মৌসুমে এবং ২০১৩-১৪ মৌসুমে এটি লিস্ট ‘এ’ মর্যাদা লাভ করে। এর আগে থেকেই এই লিগে বহু বিদেশি তারকা খেলেছেন। ওয়াসিম আকরাম, সনাথ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা থেকে শুরু করে নেইল ফেয়ারব্রাদার ও স্টিভ টিকোলোও এই লিগে অংশ নিয়েছেন।
পারভেজের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতার মান ও চাপের চিত্র আরও একবার সামনে এনেছে।