বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা সিরাজ মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।-খবর তোলপাড় ।
এলাকাবাসীর বরাত দিয়ে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, সিরাজ পেশায় দিনমজুর। তিনি দেড় বছর আগে তিন সন্তানসহ এক নারীকে বিয়ে করেন। শুক্রবার সকালে মেয়েকে ঘরে রেখে মা কাজে বের হন। একপর্যায়ে সিরাজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সিরাজকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, ভিকটিমের মা তার দ্বিতীয় স্বামী সিরাজকে আসামি করে মামলা করেছেন।