শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৯ টাইম ভিউ
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

উত্তরাঞ্চলে পিছিয়ে পরা কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে ‘‘চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের’’ দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জানুয়ারি) দুপুরে শহরের খেজুরের তল এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম চর উন্নয়ন বিষয়ক কমিটি।

এতে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন পিন্টু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আশরাফ আলী, এনজিও সংগঠক ঈমান আলী, চেয়ারম্যান শফিউল আলম শফি প্রমুখ।
সংলাপে বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার ন্যায় বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষায় নূন্যতম সরকারি বরাদ্দ রাখা হয় না। ফলে তারা প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করছে। বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আর এই সম্প্রদায়ের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। এখন দরকার চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্থায়ী বিশেষ ব্যবস্থাপনা। পার্বত্য জেলাগুলোতে সরকার যেভাবে বিশেষ নজর রাখছেন, আমরাও চাই চরাঞ্চলগুলোর জন্য আলাদা মন্ত্রণালয় করে এসব এলাকার পিছিয়ে পরা মানুষের পাশে দাঁড়াক বর্তমান সরকার।

কমিটির আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু বলেন, দারিদ্রপীড়িত কুড়িগ্রাম জেলার চরের মানুষ অনেক কষ্টে আছেন। তাদের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেও পূর্বের সরকারগুলো কোন গুরুত্ব দেয়নি। আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে উত্তরাঞ্চলসহ নদীবহুল চরাঞ্চলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় গঠন করবে।
অনুষ্ঠানে চর উন্নয়ন কমিটির বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন জেলা কমিটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর