দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে দক্ষিণ আফ্রিকা। নতুন এই দরে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন চার ক্রিকেটার।
টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দিয়ে দলে ফিরছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে। -খবর তোলপাড়।
অ্যানরিখ নরকিয়ার সঙ্গে নতুন বল ভাগ করে নিতে পারেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকা দলে রেখেছে টনি ডি জোরজি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, উইয়ান মুলডারের মতো তরুণদের।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি প্রথম মাঠে নামবেন বাভুমারা। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১ মার্চ তৃতীয় প্রতিপক্ষ ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমাদের দল যথেষ্ট অভিজ্ঞ। বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা ধারাবাহিকভাবে চাপের মুখে পারফর্ম করছে। এ ধরনের প্রতিযোগিতায় অভিজ্ঞতার আলাদা গুরুত্ব রয়েছে। চেষ্টা করা হয়েছে, গত একদিনের বিশ্বকাপের মূল দলের সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটানোর।’
প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা নিয়ে ওয়াল্টার বলেন, ‘আইসিসির প্রতিযোগিতাগুলিতে আমাদের সাম্প্রতিক পারফরমেন্স প্রমাণ করে, আমাদের শেষ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।