বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
১০ জুলাই এসএসসি ও সমমানের ফলাফল জলঢাকা শিমুলবাড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ৩ জন, ভারপ্রাপ্ত-২, ছাত্র-অভিভাবক উদ্বিগ্ন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন ভার্চ্যুয়ালি শ্যোন অ্যারেস্ট: নীলফামারীর চার মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর নতুন দল পেল সাকিব আল হাসান জুলাই বিপ্লব: রংপুরের প্রিয় সহ জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলো ট্রাম্প টিকটকে পরিচয়-ইমোতে ভিডিও কল, ব্ল্যাকমেইল করে নারীর ৮ লাখ টাকা হাতিয়ে নিলো যুবক কুড়িগ্রামে আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের

রিপোর্টারের নাম / ৩৬ টাইম ভিউ
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

‘ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের একসঙ্গে থাকতে হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।’

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এসব কথা বলেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব জানা গেছে। -খবর তোলপাড়।

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দুই দেশের হাইকমিশনারকে পাল্টা তলবের মাঝেই ভারতীয় সেনাপ্রধানের এমন মন্তব্য এলো।

ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের বক্তব্য জানতে চান এক সাংবাদিক। উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসঙ্গেই থাকতে হবে। একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।

বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি।

ভারত-বাংলাদেশের সেনার যৌথ মহড়া কবে হবে জানতে চাইলে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হত, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে।

দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সেখানে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন আমাদের এ নিয়ে কথা বলা উচিত। এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ভালো এবং সঠিক পথে রয়েছে। দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ‘ওয়েল অ্যান্ড পারফেক্ট’ বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর