সিলেটকে হারিয়ে চিটাগংয়ের টানা তৃতীয় জয়

একাদশ বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলোই হেরেছিল সিলেট স্টাইকার্স। তবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিল তারা। কিন্তু এক ম্যাচ না যেতেই ফের হারের মুখ দেখল দলটি। আজ চিটাগং কিংসের দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই থামে সিলেটের ইনিংস। ফলে ৩০ রানে জিতে টানা তৃতীয় জয় তুলে নিল চিটাগং কিংস।-খবর তোলপাড়।
এদিন চিটাগংয়ের দেওয়া বিশাল টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে কোনো রান না করেই আউট হয়ে যান সিলেটের আইরিশ ব্যাটার পল স্টার্লিং। তিনি আউট হওয়ার পর ব্যাট চালিয়ে খেলতে থাকেন জাকির হাসান। তবে জাকিরও বেশীক্ষন টিকতে পারেনি। ১৯ বলে ২৫ রান করে আলিস ইসলামের বলে আউট হন তিনি। জাকিরের পরপরই রনি তালুকদার ফেরেন ৯ বরে মাত্র ৭ রান করে।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন জর্জ মানজি। অ্যারন জোন্সের সঙ্গে ৩১ বলে ২২ রানের জুটির পর জাকের আলি অনিককে নিয়ে কনের ২৮ বলে ৬২ রান। হাফ সেঞ্চুরির পর অবশ্য ফিরে যান তিনি। ৩৭ বলে ৪ চার ও সমান ছক্কায় ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত জাকের অপরাজিত থেকে ব্যাট চালালেও জয় এনে দিতে পারেননি। ২৩ বলে ৪৭ রান করেন তিনি।
চিটাগংয়ের হয়ে ৩ উইকেট নেন ওয়াসিম। এছাড়া আলিস, নাবিল, শরিফুল ও খালেদের শিকার যথাক্রমে ২, ১, ১ ও ১টি করে উইকেট।