‘মাস্টার দা সূর্যসেনের লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই’

সংবাদদাতা, ঢাকা কলেজ:
দেশমাতৃকাকে রক্ষার জন্য মাস্টার দা সূর্যসেনের লক্ষ্য ছিল স্বৈরাচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।
তিনি বলেন, দেশের ভালবাসায় ও দেশ মাতৃকা’কে রক্ষার জন্য, ব্রিটিশ বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাস্টার দা’ সূর্যসেন, ক্ষুদিরাম ও প্রিতিলতা জীবনের শেষ অব্দি পর্যন্ত সংগ্রামের সাথে লড়ে গেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা কর্তৃক আয়োজিত মাস্টার দা’ সূর্যসেনের ৯২তম ‘ফাঁসি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল ১১টায় ঢাকা কলেজের এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত।
সালমান সিদ্দিকী বলেন, মাস্টার দা সূর্যসেন পেশায় একজন আদর্শ শিক্ষক ছিলেন। তাই নিজ ছাত্রদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যোগাতেন। মাস্টার দা’ সূর্যসেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন। এদেশের একজন বিশ্বাসঘাতক মাস্টারদা’ সূর্য সেনের মত দেশপ্রেমিককে ব্রিটিশদের হাতে ধরিয়ে দেন অর্থের লোভে যার ফলে সূর্যসেনকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়। আমাদের এই প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক মাস্টারদা’ সূর্যসেন। তাই আমরা দেশপ্রেমের মূর্তপ্রতীক মাস্টারদা সূর্যসেনের আদর্শকে লালন ও ধারণ করব।
সভাপতির বক্তব্যে নাহিয়ান রেহমান রাহাত বলেন, মাস্টারদা’ সূর্যসেন এখন পৃথিবীতে নেই। দেখেন একজন মানুষ যখন পৃথিবীতে থাকে না তখন তাকে দেওয়ার কিছুই থাকেনা তবে তার থেকে নেওয়ার অনেক কিছুই থাকে। আজকের এই অনুষ্ঠান করার পেছনে মূল প্রতিপাদ্য হলো মাস্টারদা’ সূর্যসেন সম্পর্কে জানার কৌতূহল এবং তার আদর্শকে অনুসরণ করা। সমাজের দুঃখ, দুর্দশা, খেতে না পারা এবং শিক্ষা ও ছাত্রদেরকে নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যক্রম। মিছিল, মিটিং, আন্দোলন ও সংগ্রাম এর বাইরেও যে একটি নীতি নৈতিকতাবোধ আছে সেটা ধারণ করা।