বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

ইংলিশ ক্রিকেটারের ভিসা আটকালো ভারত

রিপোর্টারের নাম / ৫ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড জাতীয় দলের চারজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা ইস্যুতে সমস্যা সৃষ্টির অভিযোগ উঠেছে। তারা হলেন- আদিল রশিদ, শোয়েব বাশির, রেহান আহমেদ এবং শাকিব মাহমুদ।

গত বছর শোয়েব বাশিরের ভিসা দেরিতে দেয়ার কারণে তিনি হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে পারেননি। একইভাবে রেহান আহমেদও পূর্বে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।-খবর তোলপাড়।

এখনো ভারতের ভিসা পাননি ইংল্যান্ডের পেসার শাকিব মাহমুদ। ইংল্যান্ড দলের বাকি খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্পে অংশগ্রহণ করছেন এবং শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) কলকাতায় শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের আগে শাকিবের ভিসা জটিলতা সমাধান না হলে তা তার অংশগ্রহণের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আদিল রশিদ ও রেহান আহমেদ ইতোমধ্যে ভিসা পেয়েছেন। তবে শাকিবের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি। ভিসার আবেদন প্রক্রিয়ার কারণে শাকিব সংযুক্ত আরব আমিরাতের পেস বোলিং ক্যাম্পে অংশ নিতে পারেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর