বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
কামরুল হাসানন লিটন, ছাগলনাইয়া(ফেনী):
দৈনিক ফেনী আয়োজিত ২য় হিফজুল কোরআন প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে ছাগলনাইয়ায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় প্রাথমিক বাছাইপর্ব শেষে বিজয়ীদের সনদ ও আর্থিক সম্মাননা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সবাই যদি তৃণমূলে শান্তি বার্তা পৌঁছে দিতে পারেন তাহলেই স্বার্থকতা।
অনুষ্ঠানে জেলা হাফেজ পরিষদের সভাপতি জাকির হোসেন বলেন, মফস্বলের একটি দৈনিক পত্রিকা এমন আয়োজন করবে আমরা কোনদিন চিন্তাও করেনি। হাফেজদের জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দৈনিক ফেনী ছাগলনাইয়া উপজেলার নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী মোহাম্মদ শেখ শেখ কামাল, নুরুজ্জামান সুমন, এবিএম নিজাম উদ্দিন এবং আবদুল আওয়াল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সতর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন,
গণমাধ্যমকর্মী মাসুম বিল্লাহ ভূঁইয়া, কাজী নুরুল আলম নিলু, কাওছার হামিদ সিকদার পিনু, মিলন খন্দকার, সাখাওয়াত হোসেন, সেপাল নাথ, জহিরুল ইসলাম মিটুল।
উম্মুল ক্বোরা মাদ্রাসার ১২ বছর বয়সী শিক্ষার্থী আবদুল কাইয়ুম বলেন, আমাদের মাদ্রাসা থেকে ৪ জন এসেছি। প্রথমবারের মতো এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো লাগছে।
ফুৃলগাজীতে ক-বিভাগ থেকে ১ম স্থান লাভ করেছেন জামেয়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সিফাত হোসেন। উপজেলার মারকাযুল উসমান হিফজ্ মাদ্রাসার মো. জাহিদুল ইসলাম ২য় এবং দারুস সুফফা হিফজ্ মাদ্রাসার শিক্ষার্থী আবু ফয়সাল ৩য় হয়েছে।
পূর্ণ হাফেজ (৩০ পারা) খ-বিভাগ থেকে ১ম হয়েছেন খ-বিভাগে প্রথম হয়েছেন দারুস সুফফা হিফজ্ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. আসাদুল্লাহ। নূরানি তালিমুল কোরআন মাদ্রাসার আবিদুর রহমান মুনকার ২য় এবং একই মাদ্রাসার মো. আল আমিন হোসেন রিহান ৩য় হয়েছেন।
উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার বাছাই পর্বে সকল বিজয়ীদের হাতে আর্থিক সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় ছাগলনাইয়া উপজেলায় বিচারকার্যে ছিলেন হাফেজ আব্দুল্লাহ এবং নুরুচ্ছালাম ।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বাছাই পর্বের অংশ হিসেবে ছাগলনাইয়ায় বিভিন্ন মাদ্রাসার ৫৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। ক-বিভাগ (যে কোন ধারাবাহিক ১০ পারা) এবং খ-বিভাগে ( ৩০ পারা) দুই বিভাগ থেকে ৬ জন করে পেয়েছেন ইয়েস কার্ড।
হাফেজদের সম্মাননা জানানোর অংশ হিসেবে এ আয়োজনের উদ্যোগ নেয় দৈনিক ফেনী। প্রতিযোগিতায় দুই বিভাগ থেকে জেলার ৬ উপজেলা থেকে হাফেজরা অংশ নিচ্ছেন। যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আসন্ন রমজান মাসে।
রমজানে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে প্রতি বিভাগের ৩ জন করে মোট ৬ জন সেরা প্রতিযোগী সনদ, আর্থিক পুরস্কার এবং সম্মাননা পাবেন।