বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

গায়ে হলুদ শেষে নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

রিপোর্টারের নাম / ৮৬ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

সংবাদদাতা, বরিশাল:

গায়ে হলুদের পর বরিশালের উজিরপুর উপজেলার চতলবাড়ি গ্রামে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে বর নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনার পর নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধান চালাচ্ছিল।

নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক ছিলেন। মিরাজ কোরআনে হাফেজ।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান কনের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিখোঁজ আরিফ দূর সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসির উদ্দিনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে অপর দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।

ঘটনার পরপরই বরিশাল নৌফায়ারের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা মিরাজের সন্ধান চালাচ্ছে বলে জানান তিনি।

নিখোঁজের বাবা মিন্টু খান বলেন, আমার বড় ছেলেকে বিয়ে করাতে ঢাকা থেকে এসেছি। বিয়ে শেষে দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেলে পুত্রবধূকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল। আমার ছেলেরা আমাদের কাউকে কিছু না জানিয়ে গোসল করতে যায়। সেখানে গিয়ে মিরাজ নিখোঁজ হয়।

নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে নিখোঁজ বর মিরাজের সন্ধানে কাজ শুরু করেন। স্রোতের কারণে সন্ধান-কাজ চালাতে সমস্যা হচ্ছে। তারপরও অন্ধকার নামার আগ পর্যন্ত সন্ধান চালাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর