জয় বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের পঞ্চম জয় পেল তামিমের ফরচুন বরিশাল। আজ (১৯ জানুয়ারি) স্বাগতিক চিটাগং কিংস এর বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে তারা।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বরিশাল বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২১ রান তুলতে সক্ষম হয় চিটাগং কিংস। তাদের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন।-খবর তোলপাড়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকেই হোঁচট খায় বরিশাল। ডেভিড মালানের সাথে তামিমের ভুল বুঝাবুঝিতে রান আউট হন তামিম। আউট হওয়ার আগে বরিশালের অধিনায়ক ১৪ বলে করেন ৮ রান।
তামিম রান আউট হয়ে ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। টাইগার এই ক্রিকেটার ৪ বলে ১ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও দলের হাল ধরতে পারেননি। দলীয় ৩২ রানে মুশফিক এবং ৫৩ রানে আউট হন মাহমুদউল্লাহ।
৫৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বরিশাল। তবে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে ছিলেন মালান। ইংলিশ এই ব্যাটার মোহাম্মদ নবীকে নিয়ে দলের হাল ধরেন। চাপ সামলে স্কোরবোর্ডে রান তুলেন এ দুইজন। দুজন মিলে শেষ পর্যন্ত গড়েছিলেন ৬৯ রানের অপরাজিত জুটি। এ জুটিতেই জয়ের বন্দরে পৌছে যায় বরিশাল। দলকে জেতাতে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মালান।
চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ নেন ২টি উইকেট। এছাড়া আরাফাত সানি ১টি উইকেট শিকার করেন।