
আব্দুল মালেক :
মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে ১১তম স্হান অর্জন করেছে কুড়িগ্রামের উলিপুরের তৌফিকুর রহমান তরঙ্গ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অসামান্য কৃতিত্ব দেখিয়েছে থেতরাই ইউনিয়নের শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রিতার একমাত্র সন্তান তরঙ্গ।
নম্র ও ভদ্র স্বভাবের তরঙ্গ এর আগেও তার মেধার পরিচয় দিয়েছে। এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সে ১৫ তম স্থান অর্জন করেছিল। তার এই ধারাবাহিক সাফল্যের জন্য এলাকাবাসী গর্বিত।
তরঙ্গের বাবা হাফিজুর রহমান সেলিম পেশায় একজন শিক্ষক হলেও তিনি একজন আদর্শবান অভিভাবক। ছেলের সাফল্যে তিনি আবেগাপ্লুত। তার মা মোছাঃ নাজমিন আক্তার রিতা বলেন, "ছোটবেলা থেকেই ছেলেকে আমরা মানবিক হতে শিখিয়েছি। তার বড় স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা।"
তরঙ্গ জানায়, তার স্বপ্ন সেরা ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। "আমি চাই, আমার শিক্ষায় আর সেবায় সবাই উপকৃত হোক। দেশের প্রতিটি মানুষ চিকিৎসা পেতে যেন সহজে পারে।"
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com