কুড়িগ্রাম সরকারি কলেজে রজতজয়ন্তী পালিত

সফিখান:
‘তারুণ্যের উৎসবে শিক্ষা, সমৃদ্ধি ও অর্জনে ২৫ বছরে’-এই প্রতিপাদ্যকে সঙ্গী করে প্রাণিবিদ্যা বিভাগ কুড়িগ্রাম সরকারি কলেজজের আয়োজনে রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম।
মঙ্গলবার(২১জানুয়ারী) কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং অধ্যক্ষ প্রীতি ফুটবলের উদ্বোধন করেন। পরে প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বর্ণাঢ্য র্যালি বের করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা চর এলাকার মানুষের দূর্ভোগ এবং বাল্যবিবাহর বিষয় তুলে ধরেছে। তিনি আরও বলেন, সকল পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য দরজা উন্মুক্ত। তাই সবাই যেনো সার্বিকভাবে সহায়তা করে কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করেন।
প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জীবন এর গান দিয়ে শুরু হয়ে সাংস্কৃতিক পর্ব। এরপর দলীয় ভাবে দেশের গান -” ধন ধান্যে পুষ্পে ভরা ” এ অংশগ্রহণ করে উক্ত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নেছা, টুম্পা রাণী, তৃষ্ণা এবং আইরিন। নৃত্য পরিবেশন করে ১ম এবং ২য় বর্ষের ২ জন শিক্ষার্থী। একজন ক্ষুদেও নৃত্য উপহার দিয়েছে। প্রাণিবিদ্যা বিভাগকে নিয়ে নিজের অনুভূতি গুলো ছন্দ আকারে সাজিয়ে কবিতায় রূপ দিয়েছে ৪র্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নেছা। প্রাণিবিদ্যার ইতিকথা, যা সত্যিই প্রাণিবিদ্যার সমস্ত ইতিকথাকে তুলে ধরেছে। প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ এর “আয় খুকু আয়” গান শিক্ষার্থীদের প্রাণবন্ত করে তোলে।
এছাড়া কুইজ, কৌতুক, কবিতা, গান নিয়ে হাজির হয় বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। শেষে সবাইকে চমকে দেয় ৭ জোড়া কাপল র্যাম্প সো। যারা সবাই প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।