শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

কিমের সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো ছিল জানিয়েছে ট্রাম্প

রিপোর্টারের নাম / ৩৩ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

‘কিমের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি তাকে পছন্দ করতাম, তিনিও আমাকে পছন্দ করতেন। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল’। এভাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে গর্ব করলেন ট্রাম্প।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড। এর আগে, বাইডেন প্রশাসনের কাছে ‘শত্রু‘ তকমা পেয়েছিলেন কিম। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বন্ধু হিসেবে উপস্থাপন করলেন।-খবর তোলপাড়।

যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের শত্রুর অভাব নেই। এ মুহূর্তে অনেকের কথাই চিন্তায় আছে। তবে আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর (যুক্তরাষ্ট্রের) শত্রু নয়।

ট্রাম্প বলেন, ‘তারা (বাইডেন প্রশাসন) ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড়সড় হুমকি। কিন্তু তিনি (কিম) এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা। কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে’

শপথ গ্রহণের পর নির্বাহী আদেশে সাক্ষর করার জন্য হোয়াইট হাউসের ওভাল অফিসে আসেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর