ডিজিটাল ম্যাপিং করে প্রাকৃতিক সম্পদ পুনরুদ্ধার করা হবে

ডিজিটাল ম্যাপিং করে দেশের প্রাকৃতিক সম্পদ পাহাড় ও জলাধার পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে পোস্ট কপ ওয়ার্কশপ বাই অক্সফাম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রাকৃতিক যে সম্পদ আছে, সেটা পাহাড় হতে পারে, জলাধার হতে পারে–এগুলো সংরক্ষণ করতে হবে। এ জন্য আমরা ডিজিটাল ম্যাপিং করছি।’-খবর তোলপাড় ।

সাবের হোসেন বলেন, ‘যেসব জায়গায় পাহাড় কেটে, জলাধার ভরাট করে হাউজিং বা অবকাঠামো করা হয়েছে, তা চিহ্নিত করে পুনরুদ্ধার করা হবে। ডিজিটাল ম্যাপিংয়ে যদি কোনো জায়গায় পাহাড় ছিল, এখন সেখানে হাউজিং হয়েছে, দেশের আইনে সেটি আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘কেউ যদি পাহাড় কেটে সেখানে শান্তিতে থাকতে পারবে বলে চিন্তা করেন তাহলে সেই সুযোগ নেই। বিভিন্ন জায়গায় পাহাড় কাটা উৎসবে পরিণত হয়েছে। এটি এখন বন্ধ করতে হবে।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘কোথায় আমাদের কী কী প্রাকৃতিক সম্পদ ছিল ও আছে, সেগুলো ডিজিটাল ম্যাপিং করে তা সংরক্ষণ করতে হবে। আমরা সেভাবেই কাজ করছি।’

তিনি বলেন, ‘আমি আগাম ঘোষণা দিচ্ছি না। তবে আমরা আলোচনা করছি যে, যারা আমাদের উন্নয়ন সহযোগী আছেন তাদের আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই। আমরা সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসব। সেই প্ল্যাটফর্ম থেকেই জলবায়ু পরিবর্তনের সকল অর্থায়ন ও পরিকল্পনা করা হবে।’


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *