কলকাতা বিমানবন্দর নিরাপত্তা রক্ষীর ‌‘আত্মহত্যা’

কলকাতা বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ভোরে হঠাৎ করে গুলির শব্দে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সিআইএসএফের ওই কর্মীর নাম শ্রী বিষ্ণু (২৫)। তার বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।-খবর তোলপাড় ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর পাঁচটার দিকে হঠাৎ কলকাতা বিমান বন্দরের পাঁচ নম্বর গেটে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। আওয়াজ পেয়ে কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই তৎপর হয়ে ওঠেন। খোঁজ নিয়ে দেখা যায়, পাঁচ নম্বর গেটের টাওয়ার থেকে গুলির শব্দ এসেছে।

তাৎক্ষণিক কর্মীরা টাওয়ারের ওপর ওঠে শ্রী বিষ্ণুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাকে সেখান থেকে ভিআইপি রোডের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শ্রী বিষ্ণু কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে নিজেকে থুতনির নিচে থেকে গুলি করেছিলেন।

ঘটনার পরপরই বিমানবন্দরে সিআইএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিমানবন্দর থানার পুলিশ পৌঁছান। কী কারণে ওই কর্মী আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *