ঢাবির ৩ ইউনিটের ফল বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রকাশিত হবে। এই ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস থেকে কেন্দ্রীয় ভর্তি অফিসে ইতোমধ্যে চলে গেছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে ঢাবির অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।-খবর তোলপাড় ।

তিনি বলেন, ইতোমধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল আমাদের হাতে এসেছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফলও হয়ত সন্ধ্যার পরে অথবা আগামীকাল সকালে চলে আসবে। প্রতিটি ইউনিটের খাতা পর্যবেক্ষণ করতে আমাদের একদিন করে চলে যায়।

মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আশা করছি বুধবার বিকেল নাগাদ আমরা বলতে পারবো যে সব কিছু ঠিক আছে নাকি নেই। তারপর উপাচার্য একটি নির্দিষ্ট সময় দিবেন এবং বলে দিবেন কখন এবং কীভাবে রেজাল্ট দেয়া হবে। তবে সব ঠিক থাকলে আগামী রবি এবং সোমবারের মধ্যে সব ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে যাবে।

তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে এবং অনুমতি পাওয়া গেলে বৃহস্পতিবার বিকেলের মধ্যে আমরা কলা, আইন ও সামজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করবো। আবার দুই ইউনিটের ফলাফলও প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে উপাচার্য যেভাবে প্রকাশ করতে বলবেন সেভাবেই হবে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।

এ পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাবির এবারের ভর্তিযুদ্ধ। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *