শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেপালের ‘নেপো কিডস’দের গল্প, যাদের বিলাসিতায় ক্ষুব্ধ জেন-জি’রা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’ ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ৮ মাসে দিনাজপুরের এক উপজেলাতেই শতাধিক আত্মহত্যা আগামী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি চিতা তার দাগ বদলায় না, জামায়াতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূত রংপুরে এ্যানথ্রাক্স রোগে ২ জনের মৃত্যু ফিনান্সিয়াল টাইমস: হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী উলিপুরের পাগলা হোটেল মানসিক ভারসাম্যহীনদের জন্য এক আশ্রয়স্থল
শুভেচ্ছা বার্তা:
দৈনিক তোলপাড় পত্রিকা ৯ম বর্ষে পর্দাপণ করায় সকলকে আন্তরিক শুভেচ্ছা- প্রধান সম্পাদক

প্রেমে পড়েছে পরীমনি, নতুন প্রেমিক কে?

রিপোর্টারের নাম / ২৪ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

Spread the love

পরীমনির মামলায় জামিনদার হতে দেখা গিয়েছিল সংগীতশিল্পী শেখ সাদীকে, এরপর শোনা গিয়েছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও। কিন্তু মাস কয়েক পার হতেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক।

কিন্তু গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি পরীমনি ও সাদীর প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে—এমন কানাঘোষাও শোনা গেছে।-বিনোদন তোলপাড়।

তবে মাসের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমনি। শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে সানগ্লাস পরিহিত একটি ছবি পোস্ট করেন নায়িকা। এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরী।

রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস। সেই ছবির ক্যাপশন থেকেই এই গুঞ্জন ঢালপালা মেলেছে। সানগ্লাস পরা ছবিটি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।

পরীমনির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লিখেছেন এমন, ‘ভালোবাসাই শক্তি।’

পরীমনির এমন পোস্টে ভক্তদের কেউ আবার কষ্ট পেয়ে লিখেছেন, ‘আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি তখন আমার অন্তর পুড়ে যায়।’ আবার কেউ লিখেছেন, সাদী আউট, নিউ ইন।’

প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা।

প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমনি। বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর