উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ: বেসরকারি ফলে জয়ী হল যাঁরা
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গণনা। এরইমধ্যে বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে জয়ী হয়েছেন:
কক্সবাজারের চকরিয়ায় ফজলুল করিম, পেকুয়ায় শাফায়েত আজিজ রাজু ও ঈদগাঁওয়ে আবু তালেব এবং শরীয়তপুর সদরে কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।-খবর তোলপাড় ।
আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকেল চারটার পর থেকে শুরু হয় ভোট গণনা। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। দয়েক জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট দেন ভোটাররা। ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই প্রার্থীদেরও। নিবিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থা আগে থেকেই নেয় নির্বাচন কমিশন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখের বেশি।
এর আগে গত ৮ মে অনুষ্ঠিত ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।
কাউখালী উপজেলা
বিপুল ভোটে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আবু সাইদ মিঞা মনু ঘোড়া প্রতীকে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আবু সাইদ মিঞার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৪ ভোট এবং বিশ্বজিৎ পাল আনারস প্রতীক ৫ হাজার ৪২৯ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মৃদুল আহমেদ চশমা প্রতীকে ১০ হাজার ১০৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল বরন ঘোষ ৬৫৪৭ ভোট পেয়েছেন। এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফাতেমা ইয়সমিন হাঁস প্রতীকে ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি জেপি’র সিমা আক্তার বাই-সাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০২ ভোট।
বাগমারা
রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে চেয়ারম্যান পদে মো: জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কহিনুর বানু ৪২ হাজার ১২৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় শহিদুল ইসলাম শহিদ বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
হাজীগঞ্জ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। তিনি আনারস প্রতীকে ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার রানা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।
অপরদিকে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২৮ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রুবি আক্তার পেয়েছেন ২৪ হাজার ১৯৯ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন।
বেতাগী উপজেলা
বরগুনার বেতাগী উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়নের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মো. খলিলুর রহমান খাঁন ১২ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খ.ম. ফাহরিয়ার সংগ্রাম আমিরুল পেয়েছেন ১০ হাজার ৩৮ ভোট। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান চিংড়ি প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬১৩ ভোট।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মো. মাহামুদুল হাসান মহসিন ৩৩ হাজার ৪৮৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীক নিয়ে মো. আমিরুল ইসলাম পিন্টু পেয়েছেন ১০ হাজার ৭৪৯ ভোট।
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে নিপু রানী দাস ১৫ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পারুল আকতার পেয়েছেন ১১ হাজার ৮৭৫ ভোট।
নিয়ামতপুর
নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ মটর সাইকেল মার্কায় পুনরায় ৪০ হাজার ৭০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ২২ হাজার ৩৩৯ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রায়হান কবির রাজু (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমিন আরা খাতুন (হাঁস)।
রাজারহাট উপজেলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি মটর সাইকেল প্রতিকে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুনুর মোঃ আক্তারুজ্জামান আনারস প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার চশমা প্রতিকে ৩১ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা নাজু টিউবয়েল প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৪৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা আক্তার হাঁস প্রতিকে ২৯ হাজার ৭৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী মাধবী রানী ফুটবল প্রতিকে ২৩ হাজার ৭৯৬ ভোট পেয়েছে।