বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

রাজারহাটে স্ত্রীকে হত্যায় পাষন্ড স্বামী জেলহাজতে

রিপোর্টারের নাম / ৩৩৪ টাইম ভিউ
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামী রতিন্দ্রনাথ রায়(৪৫)কে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, ১৭মে সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের মন্টু চন্দ্র রায়ের ছেলে রতিন্দ্রনাথ রায়(৪৫) তার তার স্ত্রী বকুল রানী(৪০)কে মারপিট করে গুরত্বর আহত করে। এসময় বকুল রানী জ্ঞান হারিয়ে ফেললে তাকে কুড়িগ্রাম জেলনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

এ ঘটনায় ১৮মে হত্যাকান্ডের শিকার বকুল রানীর ছোট ভাই বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।যার মামলা নং ০৪ তারিখঃ ১৮।০৫।২৪ ইং ধারা ৩০২ পেনাল কোড। মামলা দায়েরের পর রাজারহাট থানা পুলিশ ১৮মে ভোরে ছিনাই এলাকা থেকে রতিন্ত্রনাথ রায়কে গ্রেফতার করে।

ওইদিন গ্রেফতারকৃত আসামীকে পুলিশ নিরাপত্তা মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর