সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বর্ডার গার্ড সদস্য আহত উলিপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কুড়িগ্রামে নৈশ প্রহরি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ থাইল্যান্ডের কাছে হারলো মেয়েরা বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি জানালো তারেক রহমান সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি অল্প কয়েক মাসেই দেখা যাবে সংঘাতের জন্য মুখিয়ে সবাই ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি. এলাকাজুড়ে গাছের চারা লাগালেন স্থানীয়রা শ্রীবরদীতে জামায়াতে ইসলামী’র ফ্রী মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

আবারও সাগরে লঘুচাপ: আগামী কয়েকদিন কেমন যাবে আবহাওয়া?

প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Spread the love

সাগরে ফের নতুন করে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। -খবর তোলপাড়।

আবহাওয়া অফিস তথ্য বলছে, লঘুচাপের গতিপ্রকৃতিতে মনে হচ্ছে, বাংলাদেশের উপকূলে এর প্রভাব তত বেশি হবে না। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এরআগে, গত মঙ্গলবার (২১ অক্টোবর) বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এটি দ্রুতই দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে একেবারেই পড়েনি।

প্রায় এক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ স্থান প্রায় বৃষ্টিহীন। আর তাতে গরম বেড়েছে যথেষ্ট। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সামান্য বৃষ্টি হয়েছে দু-একটি স্থানে। এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ৯ মিলিমিটার। শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র ছিল বৃষ্টিহীন। লঘুচাপটি যদি নিম্নচাপে পরিণত হলে এর প্রভাবে দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৬ অক্টোবর) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর