উলিপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সংবাদদাতা, উলিপুর(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দ্বিনী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আইয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দীকক্ষর্ঘ দিন ধরে মাদ্রাসায় উপস্থিত না থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। করেছে অভিভাবক ও স্থানীয়রা।
রোববার(২৬অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দ্বিনী দাখিল মাদরাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে অভিভাবক এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ দুলাল সরকার, সাইফুর রহমান, হাবিবুর রহমান, অভিভাবক আব্দুর রাজ্জাক, নাজমুল হুদা, সাগর সহ অনেকে।
এসময় দুর্নীতি পরায়ন সুপারের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠ তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।







