সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বর্ডার গার্ড সদস্য আহত উলিপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কুড়িগ্রামে নৈশ প্রহরি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ থাইল্যান্ডের কাছে হারলো মেয়েরা বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি জানালো তারেক রহমান সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি অল্প কয়েক মাসেই দেখা যাবে সংঘাতের জন্য মুখিয়ে সবাই ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি. এলাকাজুড়ে গাছের চারা লাগালেন স্থানীয়রা শ্রীবরদীতে জামায়াতে ইসলামী’র ফ্রী মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি. এলাকাজুড়ে গাছের চারা লাগালেন স্থানীয়রা

প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

Spread the love

সংবাদদাতা, চিলমারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সর্বশান্ত হয়ে পড়েছেন তীরবর্তী বাসিন্দারা। প্রতিবছর ভাঙনের মুখে পড়তে হয় তাদের। তবে এবার স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছেন। এতে দেখা গেছে চরের দুই কিলোমিটার এলাকাজুড়ে কলাগাছ, কাশফুল ও কলমি গাছের চারা লাগানো হচ্ছে। এতে সহযোগিতা করেছেন কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জর্জ কোর্ট সহকারী পিপি অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন পলাশ।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরের স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গাছের চারা রোপণ করেছেন।

স্থানীয় দুলাল যোদ্দার, আনোয়ার, করিম, নুরহোসেনসহ অনেকেই জানান, প্রতিবছর দেখা যায় নদীর পানি বৃদ্ধির সময় ও কমার সময় নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা যায়। ফলে নিঃস্ব হতে হয় অনেককে। নদী ভাঙন রোধে বিভিন্ন ধরনের গাছের চারা লাগানো হচ্ছে। এতে নদীভাঙন কমে যাবে। তারা জানান, অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। তাঁদের কাছে আমাদের দাবি ছিল এটি বাস্তবায়ন করার।

কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জর্জ কোর্ট সহকারী পিপি অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন পলাশ জানান, স্থানীয় লোকজনের অনেক দিনের দাবি ছিল। তাই আমি যতটুকু পারি তাদের সহযোগিতা করেছি। আমি তাদের দেওয়া কথা অনুযায়ী কথা রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর