শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ট্রাকচালকের আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টারের নাম / ৫৪ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সংবাদদাতা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল: ২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি (ট্রাকের হেলপার) মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে কারাগারে মারা যান।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলছিল। এ কারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দু’জন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশে চালাতে থাকেন। ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান যে ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়। পরে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকার শুনে ট্রাকের যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও করেন। এছাড়া তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করেন এবং ট্রাকটি জব্দ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর