বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ-এর কমিউনিটি ফ্লাড ভলান্টিয়ার প্রজেক্টের লাঞ্চিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সফি খান:

চরাঞ্চলের মানুষের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে কুড়িগ্রাম উপজেলা পরিষদ হল রুমে ফ্রেন্ডশিপ সংস্থার কমিউনিটি ফ্লাড ভলান্টিয়ার প্রজেক্টের লাঞ্চিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

গতকাল সংস্থার উদ্যোগে কমিউনিটি ফ্লাড ভলান্টিয়ার প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এস‌এম হাবিবুর রহমান, ফ্রেন্ডশিপ কুড়িগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক লাবিবুল ইসলাম, কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক সফি খান এবং উপস্থিত অন্যান্য উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ।

প্রজেক্ট লাঞ্চিং ওয়ার্কশপের উদ্দেশ্য হলো চরাঞ্চলের মানুষের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এই প্রকল্পের মাধ্যমে বন্যাপ্রবণ এলাকাগুলোর মানুষদের সাথে নিয়ে অংশগ্রহণমূলক দুর্যোগ ঝুঁকি নিরূপণ করা হবে। সেইসাথে দুর্যোগের ঝুঁকি হ্রাসে যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চারশ জন স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা হবে।

বন্যার সময় এলাকার মানুষদের জানমালের ক্ষতি কমানোর লক্ষ্যে আগাম সতর্কবার্তা প্রচার, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

গুরুত্ব সহকারে জনগোষ্ঠির উদ্যোগে দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সক্রিয় করা হবে এবং ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করুন ও পুনর্গঠনের মধ্য দিয়ে কাজ করা হবে। সংস্থার কর্ম এলাকায় কমিউনিটি ভিত্তিক ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন, পরিচালনা করার মধ্য যুবশ্রেণিকে স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার নানামুখী উদ্যোগ পরিচালিত হবে। সমাজে এলাকার মানুষদের উদ্যোগে স্বেচ্ছাসেবা ও উন্নয়ন কার্যক্রমের উদাহরণ তৈরিতে কাজ করা হবে। তাই, প্রশাসন ও স্থানীয় সরকারের অংশগ্রহণে যথাযথভাবে যুবসমাজের মাধ্যমে ভলান্টিয়ার দিবস উদযাপন করা হবে। কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও এই প্রকল্পটির যথাযথ বাস্তবায়ন ও সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর