বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০১ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

শ্রীবরদীতে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে প্রজেক্টের পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর গ্রামের কাইয়ুম ও শামীম মিয়ার মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটেছে। এনিয়ে শনিবার দুপুরে প্রজেক্ট মালিক কাইয়ুম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

প্রজেক্ট মালিক ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলার চরহাবর গ্রামের কাইয়ুম ও শামীম মিয়া ২ একর ১০ শতাংশ জমিতে পাংগাস, তেলাপিয়া, রুই, বাউসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। কিছুদিন আগে একইগ্রামের ফকির আলী, আবু সায়েম, আলতাফ হোসেনসহ কয়েজনের সাথে হাঁস নিয়ে দন্দ্ব চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে শুক্রবার গভীর রাতে প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সানোয়ার হোসেন, নিলুফা বেগম বলেন, বিষ দিয়ে মাছ মারার খবর শুনে আমরা এসেছি। দেখলাম প্রজেক্ট মালিক অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এই কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা দরকার।

মৎস্য প্রজেক্টের মালিক কাইয়ুম বলেন, ফকির আলী, আবু সায়েম, আলতাফ হোসেন সহ কয়েজনের সাথে হাঁস পালন নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিলো। এনিয়ে কিছুদিন আগে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলাম। পূর্ব শ্রত্রুতার জেরে তারাই এ কাজ করেছে। এঘটনায় আমি বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দিয়েছি। এব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা মাছ নিধনের বিষয়টি অস্বীকার করেন।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে। প্রতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়