বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
মাহমুদুল হাসান শাহীন, উলিপুর(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে পোস্ট অফিস মোড়ে সিএনজি মালিক সমিতির নামে চাঁদাবাজী বন্ধের দাবীতে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে থ্রী হুইলার মালিক ও শ্রমিকগণ। সোমবার(১৪আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম চিলমারী সড়কের উপজেলা গেটে তারা অবরোধ করে রাখে।
জানা গেছে, উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে সিএনজি মালিক সমিতির নামে দীর্ঘ দিন ধরে চাঁদা আদায় করে আসছে। তাদের এই চাঁদা আদায় নিয়ে মাঝে মাঝেই সিএনজি মালিক সমিতি ও কুড়িগ্রামে জেলা অটো রিক্সা, অটো টেম্পু, সিএনজি পরিবহন মালিক গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জোদ্দার মিলন খোকন ফারুক সহ ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে ওই মালিক সমিতি কুড়িগ্রাম চিলমারী সড়কের উপজেলা গেটে সড়ক অবরোধ করে। এতেই রাস্তার দুই দিকে দীর্ঘ যানজনের সৃষ্টি হলে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স সহ সাধারণ জনগণ চরম দুর্ভোগে পরে। খবর পেয়ে পুলিশ অবরোধ স্থলে এসে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।