বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলে যুবকের পচাগলা লাশ উদ্ধার উলিপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত! রংপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত কুড়িগ্রামে উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা অজগর বন বিভাগের হাতে হস্তান্তর কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি উপ-ব্যবস্থাপকের অনিয়ম আর দুর্নীতির অভিযোগ, কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ বিভাগীয় কমিশনার কর্তৃক তদন্তের নির্দেশ, পীরগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ২৯ দিনেও তদন্ত হয়নি পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

বিভাগীয় কমিশনার কর্তৃক তদন্তের নির্দেশ, পীরগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ২৯ দিনেও তদন্ত হয়নি

প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫


শেখ সমশের আলী, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভ’মি) কর্মকর্তার বিরুদ্ধে ২৯ দিনেও তদন্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা গেছে পীরগঞ্জ উপজেলার আজিজুল হক সহ ১৬জন ভ’ক্তভোগী পীরগঞ্জ উপজেলার ভ’মি কর্মকর্তা (এসিল্যান্ড) এন.এম. ইশফাকুল কবীর এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি, অন্তরবর্তীকালিন সরকারের সুনাম নস্ট করা সহ বিভাগীয় কমিশনার রংপুর কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার গত ০৪/১১/২০২৫ইং তারিখে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত ভাবে নির্দেশ প্রদান করেন।

২৯ দিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসক এসিল্যান্ড এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে অভিযোগকারীরা ন্যায় বিচার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অশান্তি বিরাজ করছে। এছাড়া রঘুনাথপুর মহল্লার আকরাম হোসেন নামীয় এক ব্যক্তি একই এসিল্যান্ড এর বিরুদ্ধে সম্প্রতি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগেরও তদন্ত হয়নি বলে বুধবার অভিযোগকারী আকরাম হোসেন এই প্রতিনিধির কাছে ক্ষোভ প্রকাশ করেন। দুর্নীতি পরায়ন এই ভ’মি কর্মকর্তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় সুশিল সমাজ ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ঠাকুরগাঁও ইশরাত ফারজানা এর সঙ্গে তার মুঠোফোনে একাধিবার যোগাযোগ করা হোলেও তিনি ফোন রিসিভ করেননি। সহকারি কমিশনার (ভ’মি) এন.এম. ইশফাকুল কবীর জানায়, শুনেছি আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তিনি আরো বলেন অভিযোগ গুলো সত্য নয়। বিষয়টি অভিযোগকারীরা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর