বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলে যুবকের পচাগলা লাশ উদ্ধার উলিপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত! রংপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত কুড়িগ্রামে উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা অজগর বন বিভাগের হাতে হস্তান্তর কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি উপ-ব্যবস্থাপকের অনিয়ম আর দুর্নীতির অভিযোগ, কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ বিভাগীয় কমিশনার কর্তৃক তদন্তের নির্দেশ, পীরগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ২৯ দিনেও তদন্ত হয়নি পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ডিসেম্বর) সকালে বেসরকারি সংস্থা এ্যাসোশিয়েন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট এর আয়োজনে শহরের আলমাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আফাদ এর চেয়ারম্যান মোর্শেদা পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক এএম মনিরুজ্জামান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন,সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম,পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, এসিল্যান্ড আরিফুল ইসলাম,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান,কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়া,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার,আফাদ এর সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট কো- অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ।

মাল্টেসার ইন্টারন্যাশনাল বিএমজেড-পিটি এর সহযোগিতায় বিএমজেড-পি আফাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষক,কৃষক, কৃষাণী,জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিনিধি,দলিত সম্প্রদায়,তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি এবং ঘোগাদহ ইউনিয়নে রেজিলেন্স স্ট্রেন্দেনিং অফ ভার্নারেবল পপুলেশন ইন নর্দান ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন বাংলাদেশ থ্রো এ নেটওয়ার্ক এপ্রোচ অফ ফাইভ পার্টনার অর্গানাইজেসন, বিএম জেড পিটি প্রজেক্টটি ২০২২সালের ১ নভেম্বর শুরু হয়ে ২০২৫সালের ৩১ডিসেম্বর শেষ হবে। প্রকল্পের মোট সুবিধাভোগী ৯হাজার ৬৯জন। এরমধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ১২ জন, প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্য ৪৬ জন, দলিত সদস্য ৩০জন, ট্রান্সজেন্ডার ২২জন, নারী প্রধান পরিবার ২৭ জন, ঝুঁকিপূর্ণ পরিবার ৩৪৩ জন, ৪৮০ জন প্রত্যক্ষ সদস্য এবং পরোক্ষ সদস্য ৮৫৮৯ জন। এদের মধ্যে প্রায় ৫শতাধিক প্রত্যক্ষ সদস্যদের নিয়ে প্রজেক্টের সমাপনী অনুষ্ঠিত হয়। তাদেরকে আম,মাল্টা,পেয়ারা গাছ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর