বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলে যুবকের পচাগলা লাশ উদ্ধার উলিপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত! রংপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত কুড়িগ্রামে উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা অজগর বন বিভাগের হাতে হস্তান্তর কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি উপ-ব্যবস্থাপকের অনিয়ম আর দুর্নীতির অভিযোগ, কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ বিভাগীয় কমিশনার কর্তৃক তদন্তের নির্দেশ, পীরগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ২৯ দিনেও তদন্ত হয়নি পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

রংপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫


পিআইডি, রংপুর :

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যে রংপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৩রা ডিসেম্বর) সকালে জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) আবু সাঈদ। রংপুর জেলাপ্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই অনুষ্ঠান আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও তারা কখনোই রাষ্ট্রের জন্য বোঝা নন। তাদের ‘প্রতিবন্ধী’ নয়, বরং ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি’ হিসাবে বিবেচনা করা উচিত। তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধকতা প্রতিভা বিকাশে বাধা নয়; সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও সহায়তা পেলে তাদের সুপ্ত দক্ষতা, প্রতিভা ও সক্ষমতা দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইনি সহায়তা ও চলাচল-সহায়ক অবকাঠামো নিশ্চিতে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন ও দপ্তর সংস্থা কাজ করছে। তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, তাদের অধিকার ও সম্মান এবং সমতাভিত্তিক দক্ষতা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন বলেন, সরকারের বিভিন্ন দপ্তর এবং উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে উপজেলা পর্যায়ের কমিটিগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের পরিচয়পত্র প্রদান করছে। তিনি আরো বলেন, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে প্রতিবন্ধী হিসাবে সুবিধা নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিধান আইনে রয়েছে। তাই আমাদের সবার সচেতন থাকা জরুরি, যাতে প্রকৃত সুবিধাভোগীরা কোনোভাবেই বঞ্চিত না হয়। তিনি সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে পারলে তারাও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। এছাড়াও বক্তব্য প্রদান করেন রংপুর জেলার কুষ্ট ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্পাদক মোজাম্মেল হক, রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস, রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথ্যারাপিস্ট জিনিয়া পারভিন প্রমুখ। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা সভায় স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবারবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ৮ জন প্রতিবন্ধীদের মাঝে কনুই ক্র্যাচ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর