কুড়িগ্রাম জেলা পরিষদ ব্যবসায়ী সমিতির নির্বাচনে রিপন সভাপতি মুরুদ সাধারণ সম্পাদক

ইউসুফ আলমগীর:
কুড়িগ্রামের আইটি সেক্টরের অন্যতম ব্যবাসয়ী মার্কেট কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টাথে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুল মজিদ রিপন মোটর সাইকেল প্রতীকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রেয়াজুল ইসলাম সুমুন (ঘোড়া)। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মো মেরাশেদুল ইসলাম মুরাদ ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রদিদ্বন্দ্বী ছিলেন আসাদুল আজাদ (হরিণ) ।
অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মামুনুর রশিদ মামুন , যুগ্ম সা্ধারণ সম্পাদক মোঃ আল নেওয়াজ শরীফ , সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক শিশির , কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম , সহকারী কোষাধ্যক্ষ আনিছুর রহমান ও মোঃ হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব বাবু, কার্যকরী সদস্য মজিদুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ মনিরা আখতার ও এমদাদুল হক ওয়াহাব।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মোঃ মোস্তফা বজলুল রাব্বী শাপলা, মাহমুদ হাসান অভি, রিয়াজুল আলম উজ্জ্বল ও সুরেন্দ্রনাথ সরকার।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াদুদ মন্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ টিউটরসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।