শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত

রিপোর্টারের নাম / ৩৯ টাইম ভিউ
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

গত বছর পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ফাইনাল হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তার কয়েকদিন পর নিউজিল্যান্ডের কাছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হারে তারা। এবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও আরেকবার স্বপ্নভঙ্গ হলো প্রোটিয়াদের। আজ (২ ফেব্রুয়ারি) নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হারল দক্ষিণ আফ্রিকা।-খবর তোলপাড়।

এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকার ইনিংস। দলীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে ভ্যান বুরস্টের ব্যাট থেকে।

১৫ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন গঙ্গাদি তৃষা। দুটি করে উইকেট নিয়েছেন সিসোদিয়া, শুকলা ও বৈষ্ণবী। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের ৮৩ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে তৃষার ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায়। ওপেনার কমলিনি ৮ রানে ফিরলেও তৃষা ও সানিকা জুটি ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৮ চারে ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন তৃষা, ২২ বলে ২৬ রানে তার সঙ্গী ছিলেন সানিকা। ১১ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এর আগে ২০২৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় তারা।

অনূর্ধ্ব-১৯ নারী টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর বাংলাদেশের সাথে যৌথভাবে নেপাল। ২০২৭ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী আসরটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর