সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

ফেনীতে তরমুজ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা ৭৪ কেজি গাঁজা সহ দু’জন গ্রেফতার

রিপোর্টারের নাম / ৪৮ টাইম ভিউ
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী:

ফেনীতে তরমুজ ব্যবসার আড়ালে অভিনব পন্থায় মাদকদ্রব্য পাচারকালে দু’মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। আটককালে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনিবার(২৯ মার্চ) ভোর রাতে ফেনীর মহিপাল এলাকা হতে মোঃ তাজেম খান (৩৯)ও মাইনুল ইসলাম প্রকাশ সামিনকে (২০) আটক করেছে র‍্যাব ফেনী ক্যাম্পের সদস্যরা। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। মাদক কারবারীরা তরমুজের ভিতরে গাঁজাগুলি ঢুকিয়ে উপরে ভাল তরমুজ দিয়ে ঢেকে রেখেছিল।মাদক পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও জব্দ করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়া আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব একটি আভিযানিক দল ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক তরমুজ ভর্তি পিকআপ গাড়ীকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা বরগুনা সদর উপজেলার আব্দুল করিমের ছেলে মোঃ তাজেম খান (৩৯) এবং কুমিল্লার নাঙ্গলকোট থানার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম প্রকাশ সামিনকে (২০) আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে তাহাদের হেফাজতে থাকা পিকআপটির পিছনে মালামাল রাখার স্থানে তরমুজের নিচে বিশেষ কৌশলে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৭৪ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে কালেরকন্ঠকে র‌্যাব ফেনী ক্যাম্পের ইনচার্জ রবিউল হাছান সরকার জানান, গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর