সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান

রিপোর্টারের নাম / ৫৭ টাইম ভিউ
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

কিছু দিন আগেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই একপ্রকার বাধ্য হয়েই হাইব্রিড মডেলে মাঠে গড়াই টুর্নামেন্টটি। সে সময় পাকিস্তানও জানিয়ে দেয়, তারাও ভারতে খেলবে না। মেয়েদের বিশ্বকাপ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।-খবর তোলপাড়।

ক্রিকেটে জটিলতা থাকলেও ভারতে আসতে পারে আপত্তি নেই পাকিস্তান হকি টিমের। আসন্ন এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতে আসবে পাকিস্তান। সোমবার (৩১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান হকি ফেডারেশন। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট।

২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল পাকিস্তান, যেখানে তারা ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিল।

ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি দিলীপ তিরকে পাকিস্তানের আসার বিষয়টি নিয়ে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ যে কোনো জায়গায়ই রোমাঞ্চকর হয়ে ওঠে। ২০২৩ সালে চেন্নাইতে দারুণ এক ম্যাচ হয়েছিল, এবার রাজগিরেও তেমনই উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে বলে আশা করছি।’

এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে, যার মধ্যে ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়া নিশ্চিতভাবে খেলবে। বাকি দুটি দল বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

পাকিস্তানের অংশগ্রহণের ফলে টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রচুর দর্শকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যা হকি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর