ফেনীতে মার্চ ফর গাজা কর্মসূচীর গণজমায়েত মঞ্চে সকল দলের নেতাদের ইসরায়েলী পণ্য বর্জনের ডাক

কামরুল হাসান লিটন, ফেনী:
ফিলিস্তিনের গাজা নগরীতে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে ফেনীর মিজান ময়দানে ‘মার্চ ফর গাজা’ ও গণজমায়েতের কর্মসূচী পালিত হয়। সোমবার (১৪ এপ্রিল) কর্মসূচিতে হাজার হাজার মানুষের সমাগমে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। মঞ্চে উঠা সকল রাজনৈতিক দলের নেতারা সকলকে ইসরায়লী পণ্য ক্রয় বিক্রয় বন্ধ ও বর্জন করার অনুরোধ জানান। ইসরাইলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহবান জানান।
ফেনীর শর্শদি দারুল উলুম মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা আফজালুর রহমান সভাপতিত্ব সভাপতিত্বে এবং ফেনী জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁঞা, খেলাফত মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মিল্লাতের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার,যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,গাজী হাবিবুল্লাহ মানিক,জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মাওলানা আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সেক্রেটারি মো: সানা উল্লাহ,যুগ্ম সেক্রেটারি মাওলানা আজীজ উল্লাহ আহমদী, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাদল, এবি পার্টির ফেনী জেলা সাধারণ সম্পাদক ফজলুল হক,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি জসিম উদ্দিন,সহ-সভাপতি মাওলানা আমির হোসাইন,মুফতি আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম, খেলাফত আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ মুহাইমিন তাজিম,ওমর ফারুক, মোঃ সোহরাব হোসেন শাকিল সহ বিভিন্ন স্তরের ওলামা মাশায়েখ ও সাধারণ মুসুল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে ইসরায়েলে প্রতি আহবান জানান। এ ছাড়া ভারত ও ইসরায়েলী পণ্য ক্রয়-বিক্রয় না করতে সকলের প্রতি আহবান জানান।
পরে ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন জামেয়া রশীদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী শহীদুল্লাহ। ফেনী আলিয়া মাদ্রাসা মাঠে গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।হাজার ছাত্র জনতা এবং বয়স্ক লোকদেরকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করতে দেখা গেছে।