মারা গেছে জনপ্রিয় অভিনেতা মুকুল দেব

বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন৷ আচমকা তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা৷
তার মৃত্যুতে অভিনেতা নীল নিতেন মুকেশ এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন৷ তিনি লিখেছেন, ‘মুকুলের আচমকা চলে যাওয়ায় গভীরভাবে আহত৷ পাওয়ার হাউস পারফর্মার ছিলেন তিনি৷ একজন ভালো মনের মানুষ ছিলেন৷ আমি তার আত্মার শান্তি কামনা করি৷’-বিনোদন তোলপাড়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা৷ তবে বন্ধুদের কাছে খবর আসে শনিবার সকালে৷
অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন৷ তিনি সোশাল মিডিয়ায় মুকুলের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন৷ অভিনেত্রী ছবির মধ্যে লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না৷ রেস্ট ইন পিস৷’ শেষবার মুকুল দেবকে দেখা গিয়েছে ‘অন্ত দ্য এন্ড’ ছবিতে ভাই রাহুল দেবের সঙ্গে৷
নয়াদিল্লিতে পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুলের৷ তার বাবা-মা ছিলেন জলন্ধরের৷ তার বাবা হরি দেব ছিলেন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ৷ তিনিই মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করান৷ মুকুলের বাবা পস্তো ও পার্সিয়ান ভাষায় কথা বলতে পারতেন৷
মাত্র 8 বছর বয়সে তিনি জীবনের প্রথম চেক পান ৷ দুরদর্শনে এক ডান্স শোয়ে মাইকেল জ্যাকসনের নাচ করে সকলকে মুগ্ধ করেন৷ অভিনয়ে আসার আগে তিনি ইন্দিরা গান্ধি রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি থেকে পাইলটের প্রশিক্ষণ নিয়েছেন ৷ ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মুমকিন’ দিয়ে হাতে খড়ি মুকুলের৷
এরপর ‘দস্তক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি ৷ সিনেমার তালিকায় রয়েছে, ‘ওয়াজুদ’, ‘কিলা’, ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’, ‘প্যায়ার জিন্দা হ্যায়’, ‘কভি কভি প্যায়ার কভি কভি ইয়ার’, আওয়ারা, বচ্চন, ক্রিয়েচার 3ডি, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র মতো সিনেমা ৷ তবে দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হন ‘সন অফ সর্দার’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’ সিনেমার জন্য ৷