জুলাই জাদুঘরের জন্য ছবি ও ভিডিও আহ্বান

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য ছবি ও ভিডিও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কারো কাছে জুলাই গণঅভ্যুত্থানের ছবি ও ভিডিও থাকলে তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
রবিবার (১ জুন) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এ আহ্বান জানানো হয়। -খবর তোলপাড়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, আপনার মোবাইলেই আছে জুলাইয়ের নানা মুহুর্ত, আছে জনতার আন্দোলন-ত্যাগের বীরত্বগাঁথা, শহীদের আত্মদানের ইতিহাস, ফ্যাসিস্ট রেজিমের নৃশংসতার নজির, আর ৫ আগস্টের বিজয়ের মুহুর্তগুলো- যা উদ্দীপ্ত করবে প্রজন্ম থেকে প্রজন্ম।
কারো মোবাইলে জুলাই গণঅভ্যুত্থানের কোনো ছবি ও ভিডিও থাকলে তা ই-মেইলে julyjadughor@gmail.com পাঠাতে বলা হয়।
এর আগে গতকাল শনিবার কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি গিয়ে তার পরিবারের কাছ থেকে তার ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উপদেষ্টার সাথে জুলাই যাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজ্যুয়াল টিম শহীদ ওয়াসিমের ঘরে ডকুমেন্টেশনের কাজ করে। দেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়।