সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে শংকা কেটে গেছে জানিয়েছে মুজিবুর রহমান মঞ্জু

রিপোর্টারের নাম / ৪৯ টাইম ভিউ
Update : সোমবার, ৯ জুন, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী:

আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে যে শংকা ছিলো তা প্রধান উপদেষ্টা কতৃর্ক রোডম্যাপ ঘোষনার মাধ্যমে কেটে গেছে। এখন দরকার প্রশাসনিক সহযোগিতা। প্রশাসনের সকল স্তরের সদিচ্ছা ও আন্তরিকতা ছাড়া নির্বাচন সুষ্ঠ হবেনা। আগামী নির্বাচন শান্তিপূর্ন হবে কিনা, মানুষ লাইনে দাঁড়িয়ে

ভোট দিতে পারবে কিনা এ নিয়ে জনমনে আশংকা দেখা দিয়েছে। এ জন্য কিভাবে একটি সুষ্ঠ, শান্তিপূর্ন ও গ্রহনযোগ্য নির্বাচন করা যায় এ নিয়ে সকল দল একসাথে বসে রোড়ম্যাপ তৈরী করা দরকার। তবে রোডম্যাপের চাইতে ও বড় কাজ হচ্ছে দেশের অবহেলিত নিপেড়িত জনগণকে সুরক্ষা দেয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এ লক্ষে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

গত সোমবার(৯ জুন) বিকেলে ফেনী সদর উপজেলাধীন কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টির আয়োজনে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা এবি পার্টির সমাজ কল্যান সম্পাদক এবি সিদ্দিকের সভাপতিত্বে ও সদর উপজেলা এবি পার্টির যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, ইতিমধ্যে শত শত রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ফিরেছে। এবার হ্জ ও কুরবানির নিয়ে বড় কোন ঝামেলা হয়নি,এটি ভালো লক্ষ্মণ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়া দরকার। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া গনতন্ত্র প্রতিষ্ঠা হয়না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল,জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুব নেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবিপার্টি জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, দপ্তর সম্পাদক মীর ইকবাল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী,সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফখরুল ইসলাম মুরাদ, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ, কাজীবাগ ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব আমান উল্যাহ সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর