সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

বাতিল হলো শিরিন শিলার বিটিভির অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ৬৫ টাইম ভিউ
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

কোটা সংস্কার আন্দোলনের সময় দেওয়া এক বিতর্কিত স্ট্যাটাসের জের ধরে বিটিভির ঈদ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা।

২০২৪ সালের জুলাই মাসে সারাদেশ যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন শিরিন শিলা। তিনি লেখেন, ‘কিসের এত আন্দোলন, সুখে থাকলে ভূতে কিলায়’—যা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পোস্টের কমেন্ট অপশন বন্ধ করে দেন।-খবর তোলপাড়।

সেই পুরোনো বিতর্ক আবারও সামনে চলে আসে, যখন ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া-পাওয়া’-তে অতিথি হিসেবে শিরিন শিলার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। নেটিজেনরা প্রতিবাদ করে জানতে চান, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন শিল্পী কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জায়গা পান?

বিষয়টি নজরে আসার পর বিটিভি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি প্রচার না করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটির গ্রন্থনার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণ-অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন।’

তিনি আরো বলেন, ‘রেকর্ডিংয়ের পর দেখেছি, খুবই দারুণ একটি অনুষ্ঠান হয়েছিল। কিন্তু শিরিন শিলা থাকায় শেষ পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। সামনে এটি নতুন করে করার আগ্রহ আছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশ কিছু মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত আলোচনায় চর্চায় থাকেন এই নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর