ফেনীতে ১৫শত রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিল লায়ন্স কাব

সংবাদদাতা, ফেনী :
ফেনীতে বিনামূল্যে চুক্ষ চিকিৎসা শিবির ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় দুই হাজার চার শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফেনী শিশু নিকেতন স্কুলে বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় ফেনীর উপ পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, জিপি ও সভাপতি ফেনী জেলা আইনজীবি সমিতি , রিজিয়ন চেয়ারপার্সন ভিশন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল। ফেনী মুহুরীর সভাপতি মো: ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে এবং লায়ন সৈয়দ আশ্রাফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চক্ষু শিবিরের বাস্তবায়নের আহবায়ক লায়ন দ্বীন মোহাম্মদ, সহ আহবায়ক সভাপতি লায়ন অধ্যাপক ফারুক আহম্মদ, সদস্য সচিব লায়ন অধ্যাপক মোর্শেদ হোসেন প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী লায়নের প্রতিষ্ঠাতা ডিবিসির জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, সৈয়দ রইসুল ইসলাম রিমন প্রমূখ।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব
ইন্টারন্যাশনালের আওয়তাধীন ফেনী লায়ন্স লায়নস ফ্যামিলির অন্তর্ভুক্ত সমিতি সমূহ ফেনী মুহুরী লায়ন্স কাব, ফেনী সিটি ক্লাব, ফেনী সেন্ট্রাল ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স কাবের উদ্যোগে বিনামুল্যে চুক্ষ চিকিৎসা শিবিরে ঢাকাস্থ লায়ন্স আই হাসপাতালের পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপি এক হাজার আট শত রোগীকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। এসব রোগীদের মধ্যে প্রায় ৩ শতাধিক দুঃস্থ রোগীকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়। চিকিৎসকরা এদের মধ্যে তিন শত বিশ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। এসব রোগীদের আগামী সপ্তাহে ঢাকা লায়ন্স চক্ষু
হাসপাতালে বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
চক্ষু শিবিরের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন,ফেনীর লিও ক্লাবের সদস্যরা। লিও সাবেক ও বর্তমান সভাপতিদ্বয়রা এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া লিও আবদুল আলিম, লিও আবুল কালাম আজাদ ও ফেনী লিও কাবের বর্তমান প্রেসিডেন্ট লিও মো. হোসাইন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট মীর হোসেন মাসুদ, সেক্রেটারী লিও ওয়াসিমসহ লায়ন ও লিও নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লায়ন্স কাব প্রতি বছরই গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করে দেয়।