সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

রথ নিয়ে ঢাকেশ্বরী নয়, খিলক্ষেত ভাঙ্গা মন্দিরে যান

রিপোর্টারের নাম / ৫৩ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

।। শিতাংশু গুহ, নিউইয়র্ক।।

প্রথমে তৌহিদী জনতা মব ভায়োলেন্স সৃষ্টি করে ঢাকার খিলক্ষেতে দূর্গা মন্দির আক্রমন করে (সোমবার ২৩জুন ২০২৫), ওঁরা সেদিন আল্টিমেটাম দেয় যে, মঙ্গলবার (২৪জুন) দুপুর ১২টার মধ্যে মন্দির ভেঙ্গে মুর্ক্তি নিয়ে চলে যেতে হবে। হিন্দুরা প্রশাসনের শরণাপন্ন হয়। পুলিশ আসে, মিলিটারী আসে। দুর্বৃত্তরা আসেনি। বুধবার বুলডোজার নিয়ে প্রশাসন-পুলিশ-ৱ্যাব আসে। মন্দির ভেঙ্গে দেয়, প্রতিমা গুড়িয়ে দেয়। হিন্দুরা বুলডোজারের পথরোধ করে মাটিতে শুয়ে পড়ে, পুলিশ টেনে-হেঁচড়ে সবাইকে বের করে দিয়ে বীরদর্পে হিন্দুর মন্দির ভেঙ্গে চুরমার করে।

এটি ইতিহাস। সব সরকারের আমলে মন্দিরে আক্রমন হয়েছে, প্রতিমা ভাঙ্গা হয়েছে, কিন্তু মন্দির ও প্রতিমা ভাঙ্গার ঘটনায় সরকার সরাসরি জড়িত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন। এ কৃতিত্ব ড. ইউনুস সরকারের। একাত্তরেও হিন্দুদের টার্গেট করা হয়েছিলো, মন্দির ভেঙ্গেছিলো, তখন রাজাকার-আলবদর ইসলামী শক্তি এ কাজ করেছিলো, এবারো পাকিস্তানপন্থী নব্য রাজাকার মৌলবাদী জঙ্গী ইউনুস সরকার একাজ করেছে। টাকায় মন্দিরের ছবি ছাপিয়ে বুলডোজার দিয়ে মন্দির ও প্রতিমা ভাঙ্গার ঘটনা হিন্দুরা মনে রাখবে, আজ হোক কাল হোক জবাব দিতে হবে বৈকি।

ঢাকার বিভিন্ন সংগঠন এ মন্দিরে সমবেত হয়ে প্রতিবাদ করে। এ মন্দিরের সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়। গয়েশ্বর চন্দ্র রায় উপদেষ্টা। বিএনপি এখন সর্বশক্তিমান, তারপরও এঘটনা কি দলের সম্মতিতে? প্রশ্ন হচ্ছে, উচ্ছেদ নোটিশ ব্যতিত কিভাবে দূর্গা মন্দির ভাঙ্গা হতে পারে, প্রশাসন কি বলবেন? জমিটি রেল কর্তৃপক্ষের, রেল কোম্পানী হাতে করে একটি নোটিশ নিয়ে উচ্ছেদ করে? একই জমিতে বেশ ক’টি মসজিদ আছে, একশ’ ওপর দোকান আছে, একটি রাজনৈতিক দলের অফিস আছে, কিচ্ছু ভাঙ্গেনি, শুধু মন্দির ভাঙ্গা হয়েছে।

ড. ইউনুস সরকার তৌহিদী মব জনতার দাবী মেনে মন্দির ভাঙ্গলেন, এরআগে মাজার ভেঙ্গেছেন, ধানমন্ডী বত্রিশ নম্বর ভেঙ্গেছেন। এই যে ভাঙ্গাভাঙ্গির খেলা শুরু করেছেন, এদিন দিন নয়, সামনে আরো দিন আসবে, পালাবেন কোথায়? রেলের সামান্য একটু জমি থেকে উচ্ছেদ করেছেন, অথচ সরকার শত্রু (অর্পিত) সম্পত্তির নামে হিন্দুদের ২৭ লক্ষ একর জমি (২০১১-র হিসাব মত) দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন, সময় আসবে, হিন্দুরা তাঁদের জমি ফেরত চাইবে বটে? হিন্দুদের বলবো, এবার রথ নিয়ে ঢাকেশ্বরী নয়, খিলক্ষেত ভাঙ্গা মন্দিরে যান। মন্দির ভাঙ্গলেন, মসজিদ হলে ভাঙ্গতে পারতেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর