মরহুম আহমাদুল্লাহ ভূঁইয়া ছিলেন একজন নিরহংকার নির্লোভ ও মুত্তাকী মানুষ জানিয়েছে অধ্যাপক লিয়াকত আলী

কামরুল হাসান লিটন, ফেনী:
মঙ্গলবার (১জুলাই) বিকেলে ছাগলনাইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার উদ্যোগে তার প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক উপসচিব মরহুম আহমাদুল্লাহ ভূঁইয়ার স্মরণে পুরানা পল্টনস্থ বায়তুল খায়ের মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সেক্রেটারি এডভোকেট সোলতান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শিল্প উদ্যোক্তা জনাব দিদারুল আলম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব ওমর ফারুক মজুমদার। আরো বক্তব্য রাখেন মরহুমের মেজো জামাতা এমদাদুল হক কিরণ,সাবেক ভ্যাট কমিশনার জনাব নুরুজ্জামান,আবু বকর সিদ্দিক, মোস্তফা কামাল,আবুল কাসেম ভুঁইয়া, এডভোকেট আব্দুল হাই চৌধুরী,জানে আলম ভূঁইয়া, মাঈনুদ্দিন সেলিম,সাদেক হোসাইন, জাফর উদ্দিন সবুজ ও ইমাম আবু জোবায়ের প্রমূখ।
প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন মরহুম আহমাদুল্লাহ ভূঁইয়া ছিলেন একজন পেশাদার আমলা। তার সাদামাটা জীবন প্রমাণ করে তিনি নির্মোহ নিরহংকার ছিলেন।
মরহুম আহমাদুল্লাহ ভূঁইয়া পাঁচ মেয়ে জামাতা ও নাতি নাতনি রেখে যাওয়ার পাশাপাশি সদকায়ে জারিয়া করার মত অনেক সম্পদ রেখে গিয়েছেন। যার জন্য পারিবারিক উদ্যোগ একটি সফল প্রতিষ্ঠান উপহার দেবে বলে অনুষ্ঠানের সভাপতি দিদারুল আলম মজুমদার আশাবাদ ব্যক্ত করেন।