শিরোনাম
শারদীয় শুভেচ্ছা:
কুড়িগ্রামে মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে উৎসবমুখর ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা জমে উঠেছে। সারা জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
দুর্গোসবের তৃতীয় দিনে মঙ্গলবার মহাষ্টমীতে জেলার বিভিন্ন মণ্ডপে ভক্ত পুজারী দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে জমজমাট হয়ে উঠেছে। এসময় ভোগ নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত ও অনুরাগীরা।
দুপুর ১২ টায় কুড়িগ্রাম দক্ষিণপাড়া পূজা মণ্ডপে রামকৃষ্ণ মিশন, কুড়িগ্রামের আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় ১১ বছরের কিশোরী অনিন্দিতা ব্যানার্জি কুমারীরূপে প্রদর্শন করে স্বাগত জানিয়ে উলুধ্বনি ও পূজার্চনা করা হয়।কুমারী পূজার মাধ্যমে সৃষ্টিকর্তার শক্তিকে কুমারী নারীর মাঝে প্রতিফলিত করা হয়, যা সৃষ্টির প্রাকৃতিক শক্তিরই প্রতীক।এ বছর কুড়িগ্রাম জেলায় মোট ৫৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর