রাজারহাটে ২ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কিটনাশক বিতরণ


প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কিটনাশক বিতরণের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে এই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন রাজারহাট উপজেলা কৃষি অধিদপ্তর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,উপজেলা কৃষি ভারপ্রাপ্ত কর্মকর্তা হৈমন্তী রানী,কৃষি সম্প্রসারণ অফিসার মো: মাইদুল হাসান ও মোঃ ফেরদৌস আহমদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী জানান, সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের নিয়মিত প্রদর্শনী আওতায় ২ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সদস্যের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক সদস্যের মাঝে বেগুন, শশা, কুমড়াসহ নানা ধরনের সবজি বীজসহ ১০ কেজি করে ডিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।